Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

০১।  হাসপাতালে আগত গবাদিপ্রাণি ও হাঁসমুরগীর চিকিৎসা প্রদান।

  ০২। গবাদিপ্রাণি ও হাঁসমুরগীর নমুনা (রক্ত,গোবর) পরীক্ষাকরা এবংপ্রয়োজনে  এফ,ডি,আই,এল-বরিশাল প্রেরণ।

০৩।  গবাদিপ্রাণি,হাঁসমুরগীর টিকাবীজ সরবরাহ ও নির্ধারিত মূল্যে বিক্রয়।

০৪। হাঁস-মুরগী বিতরণ এবং প্রাণিপালন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান।

০৫। ক্ষুদ্রঋণ বিতরণের নিমিত্তে সুফলভোগী নির্বাচন ও ঋণ বিতরণ এবং আদায় ।

০৬। গবাদিপ্রাণি ও হাঁস-মুরগী রোগাক্রান্ত এলাকা পরিদর্শণ,রোগনির্ণয় ও ব্যবস্থা গ্রহণ ।

০৭। ব্যক্তিমালিকানাধীন খামার স্থাপনে উদ্বুদ্ধকরণসহ রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা।

০৮।প্রাকৃতিক দূর্যোগ চলাকালে স্থানীয়প্রশাসন,জনপ্রতিনিধি ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগীতায় গবাদিপ্রাণি ও হাঁস- মুরগীর জরুরী চিকিৎসা প্রদান, টিকাদান ও ত্রান বিতরণ ।

০৯। উন্নতজাতের গবাদিপ্রাণি,ওহাঁস-মুরগী খামারীদের অনুদানপ্রদান।

১০। প্রজনন পয়েন্টে আনিত গাভী নির্ধারিত ফিপ্রদান সাপেক্ষে প্রজননের ব্যবস্থাগ্রহন ও গাভীর গর্ভ পরীক্ষা করা